Site icon Aparadh Bichitra

পোস্তগোলায় মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা পুলিশ জনতা ঐক্যমত্য

মোঃ রাসেল কবির ঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উদ্দ্যোগে গত রবিবার বিকেল ৩ টায় পোস্তগোলার হাফেজ নগরে (বাজার গলি) মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পোস্তগোলা-জুরাইন ও আশপাশের এলাকা থেকে দুপুরের পর থেকেই লোকজন আলোচনা স্থলে আসতে থাকে। এক পর্যায়ে আলোচনা সভা বিশাল সমাবেশে রূপ নেয়। ডিসিসি ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর, পোস্তগোলার মানুষের প্রানপ্রিয় নেতা হাজী মোঃ মাসুদের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তিতা করেন, ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদউদ্দিন। তিনি বলেন, মাদকসেবী কারা? তারা তো আমাদের ভাই, আতœীয়, প্রতিবেশী। সংঘদোষে, সখেরবসে, রাত জেগে ফিলিংস নিতে তারা প্রথম মাদক (ইয়াবা, ফেনসিডিল) গ্রহন করে। তারপর আস্তে আস্তে এই মরন নেশায় আসক্ত হয়ে পরে। এটা আর হতে দেয়া যাবে না, তাই সন্তানদের প্রতি আরো বেশি খোজ-খবর রাখতে অভিবাবকদের পরমর্শ দেন এবং বলেন, আপনাদের সহযোগীতায় আমারা সমাজ থেকে মাদক নির্মূল করবো ইনশাল্লাহ। তিনি একটি উদাহরন দিতে গিয়ে বলেন, আমি আমার এডিসি, এসি, ওসি আমরা সবাই অধূমপায়ী। সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের বিরুদ্ধে কঠোর বাক্য উচ্চরন করে বলেন, আমি যতদিন এ জোনের দায়িত্বে আছি, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন নিস্তার নাই। জঙ্গীদের উদ্দ্যেশে বলেন, এ দেশকে আফগানস্থান-পাকিস্থান বানাতে দেয়া হবে না। এ দেশে জঙ্গীদের কোন স্থান নাই। জঙ্গীরা দেশের শত্রু, ধর্মের শত্রু, ইসলামের শত্রু। আলোচনা সভায় বিশেষ অতিথী অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তারেক আহম্মেদ বলেন, আপনাদের সহযোগীতা পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়বো। বিশেষ অতিথীর আলোচনায় শ্যামপুর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন “ছাত্রলীগকে নিয়ন্ত্রন করা গেলে সমাজের অন্যায় অপরাধ অনেকখানী কমে আসবে” বলে এক বক্তার বক্তিতার উদ্ধিতি দিয়ে বলেন, আমি এ থানার আওয়ামীলীগের সভাপতি, ছাত্রলীগ আমাদেরই ছাত্র সংগঠন, ওরা যদি কোন ভুল করে থাকে তা দেখভালের দায়িত্ব আমারও। ছাত্রলীগকে আমার থানা এলাকায় কোন অন্যায় করতে দেয়া হবে না। অনুষ্ঠানে শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান মাদক ব্যাবসায়ী, সন্ত্রাসী, জঙ্গীবাদীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ঘোষনা করেন। আলোচনা সভায় শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান দৃঢ়ভাবে ঘোষনা দেন, এই থানার আওতাভ’ক্ত কোন এলাকার কোন অলি-গলিতে প্রকাশ্যে বা গোপনে কোন অবস্থাতেই মাদক ব্যাবসা করতে দেয়া হবে না, সন্ত্রাসী-মাস্তানী-চাঁদাবাজী করতে দেয়া হবে না। জঙ্গী দমনে ভাড়াটিয়া তথ্য ফরম পূরন করে থানায় জমা দেয়ার জন্য বাড়িওয়ালাদের প্রতি বিশেষ আহবান জানান। সভায় বঙ্গবন্ধু, স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে জালাময়ী বক্তিতা করেন, বীরমুক্তিযুদ্ধা কমান্ডার হাজী মোঃ গিয়াস উদ্দিন (বীর বিক্রম), এছাড়া শ্যামপুর থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন কাজল, কমান্ডার নূর ইসলাম, মাওলানা মজিবর রহমানও বক্তিতা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শাহীনূর রহমান (ওসি অপরেশন, শ্যামপুর থানা), জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সাহেল আহম্মেদ সোহেল, শ্রমিক নেতা আদম আলী, মনির হোসেন ননী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভাপতির বক্তিতায় হাজী মোঃ মাসুদ নিজেকে অধূমপায়ী ঘোষনা করেন এবং এলাকার সকল ধরনের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনের সহযোগীতা কামনা করেন।