চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী পিস্তল এবং ০২ টি ম্যাগাজিনসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব

0
710

৭চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী পিস্তল এবং ০২ টি ম্যাগাজিনসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ০৭ নভেম্বর ২০১৭ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ২৩৯ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৩৯টি ম্যাগাজিন এবং ২,১৭৪ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৬৫ লক্ষ ৩০ হাজার ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ২৩ হাজার ৬২৮ বোতল ফেন্সিডিল, ১,৪৩৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০২ লক্ষ ৯৪ হাজার ৯৩০ লিটার দেশীয় তৈরী মদ, ৬৫৬ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১২নং উরকিরচর ইউপি মৈশকরম গ্রামস্থ জিয়া বাজার সংলগ্ন চট্টগ্রাম হতে কাপ্তাই মূখী রাস্তার পূর্ব পাশের্^ জনৈক আব্দুল খালেক এর চা দোকানের সামনে রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ অক্টোবর ২০১৭ ইং তারিখ ১৮১৫ ঘটিকার সময় লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবু নাছের (২৯), পিতা- আব্দুস শুক্কুর, গ্রাম- উত্তর গুজারা মগদাই, ১১নং পশ্চিম গুজারা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ০১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল (স্পেন) এবং  ০২ টি ম্যাগাজিন উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) ধারা মোতাবেক চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 11 =