Site icon Aparadh Bichitra

র‌্যাবের ফাঁদে ধরা ভুয়া এসপি মুন্নি

পুলিশ সুপার মুন্নি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে মাগুরার শ্রীপুর থানার সব্দালপুর ইউনিয়নের সোনাইতন্দী গ্রাম থেকে রিনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন সমকালকে এতথ্য জানিয়েছেন। অভিযোগ আছে, রিনা নিজেকে লালমনিরহাট জেলায় কর্মরত ‘এসপি মুন্নি’ পরিচয় দিয়ে পুলিশে চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শৈলকূপা থানার হাটফাজিলপুর গ্রমের জাহাঙ্গীর বিশ্বাসকে (৩০) পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন রিনা। পরে চাকরি পেয়ে জাহাঙ্গীর বিশ্বাস লিখিতভাবে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে বিষয়টি লিখিতভাবে জানায় এবং মুন্নির ইউনিফর্ম পরা ছবি দেখান। জাহাঙ্গির বিশ্বাস এ ব্যাপারে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর থানায় একটি প্রতারণার মামলাও করেন।
ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে রিনা বেগমকে বাড়ি থেকে আটক করেন।আটক রিনা জিজ্ঞাসাবাদে জানান, এসপি মুন্নি নামে কেউ নেই। তিনি নিজে বিভিন্ন সময় মোবাইল ফোনে নিজের কন্ঠস্বর পরিবর্তন করে ‘এসপি মুন্নি’ বলে পরিচয় দিয়ে আসছেন।