রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম চাই

22
1803

জয় সরকার ঃ আজ বাংলাদেশ ক্রিকেট অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। এর অনেকটাই সম্ভব হচ্ছে খেলোয়ারদের কঠোর পরিশ্রমের ফলে। কিন্তু তাই বলে কেউ বাংলাদেশের পাগলাটে সমর্থকদের কথা এড়িয়ে যেতে পারবে না। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পিছনে এই পাগলাটে সমর্থকদের অবদানও কম নয়। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্রগ্রাম, খুলনা, সিলেটে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে যেখানে প্রতিবছর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু রংপুর বিভাগীয় শহর হওয়া সত্যেও রংপুরে কোন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই। ফলে সর্বদা উত্তরাঞ্চলের ক্রীড়াপ্রেমী জনগণ সরাসরি মাঠে গিয়ে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া রংপুরে যদি আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হতো তবে সেগুলো সরাসরি দেখে ক্রিকেটের খুটি নাটি বিষয়গুলো রপ্ত করে নিজেকে মেলে ধরার সুযোগ পেত তরুণেরা। ফলে আমরা পেতাম অনেক তরুণ মেধাবী প্রতিভা। যাদের মাধ্যমে আমাদের ক্রীড়াক্ষেত্র আরো দ্রুত এগিয়ে যেত। আমরা তাই অবিলম্বে উত্তরাঞ্চলের ক্রিয়াপ্রেমী মানুষের জন্য রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম চাই। এটা উত্তরাঞ্চলবাসীর প্রাণের দাবি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 3 =