Site icon Aparadh Bichitra

রাজশাহীতে শিকদার ঔষধালয়ে চাকরি দেয়ার নামে অর্থ আদায়

রাজশাহীতে শিকদার ট্রেডার্স অ্যান্ড শিকদার ঔষধালয় নামের একটি প্রতিষ্ঠান চাকরি দেয়ার নাম করে আবেদনকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। গত দুই মাসেও নিয়োগপ্রাপ্তদের বেতন না দেয়ায় তারা মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক লিটন শিকদারকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভকারীরা জানান, ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় শিকদার ট্রেডার্স অ্যান্ড শিকদার ঔষধালয়। নগরীর হাদির মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে কার্যালয় খুলেছে শিকদার ট্রেডার্স। পরে বিভিন্ন সময়ে অন্তত সাড়ে তিনশ’ বেকার নারী-পুরুষকে বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে জামানত বাবদ বিভিন্ন পরিমাণে টাকা আদায় করা হয়। নিয়োগের দুই মাসেও কাউকে বেতন দেয়া হয়নি। এ নিয়ে চাকরিপ্রাপ্তরা পরিচালকের কাছে বার বার গেলে তিনি কালক্ষেপণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কর্মীরা বিক্ষোভ করেন। ওই প্রতিষ্ঠানের সিনিয়র এক্সকিউটিভ পদে নিয়োগ পাওয়া বুলবুল আহমেদ বলেন, ‘চাকরি দিয়ে কো¤পানির ওষুধসহ বিভিন্ন পণ্য বাজারজাতের শর্ত দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পণ্য তারা তৈরি করতে পারেনি। চাকরির নামে প্রতারণার মাধ্যমে আবেদনকারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে শিকদার ঔষধালয়। পরিচালক লিটন শিকদার জানান, নিয়োগ পাওয়া সবাইকে কিছুদিনের মধ্যে বেতন দেয়া হবে। সেই সঙ্গে পণ্যও বাজারজাত শুরু হবে। তার এই আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।