Site icon Aparadh Bichitra

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অপরাধ বিচিত্রা প্রতিবেদক টাঙ্গাইলের চমচম পল্লীর নামকরা তিনটি মিষ্টির দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এক লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্টেট শাহরিয়ার রহমান ও নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান চালায়।অভিজানকালে কলেজপাড়ায় গৌরঘোষ ধদি মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করে পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে ৫০ হাজার টাকা ও পুরাতন বাসস্ট্যান্ড হবিবর প্লাজা সংলগ্ন টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারে তিন হাজার টাকা জরিমানা আদায় করে।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ঢাকাটাইমসকে জানান, কলেজপাড়ায় গৌরঘোষ ধদি মিষ্টি দোকান, জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার ও টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালোনোর সময় দোকানের মালিকরা বিএসটিআই অনুমোদিত কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি।তিনটি দোকানের উৎপাদিত পণ্যের কোনো প্রকার উৎপাদন তারিখ না থাকায় এবং ভেজার রং ব্যবহার করায় ৩১ (ক) এবং ২৪ ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ৫০ হাজার, ৫০ হাজার, তিন হাজারসহ সর্বমোট এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।