সন্দীপে ওসি’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

0
967

নোমান মাহমুদঃ বর্তমান সমাজ ব্যাবস্থার উন্নয়নে যেসকল বিষয় মূল অন্তরায় হিসাবে কাজ করছে তার মধ্যে বাল্য বিবাহ অন্যতম একটি। বাল্য বিবাহ রোধে ইতিমধ্যে বর্তমান সরকার সহ বিভিন্ন সংস্থা দেশের বিভিন্ন স্তরে কাজ করলেও দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো এর প্রভাব বিদ্যমান। প্রতিদিনের খবরের পাতার আনাচে কানাচে এখনো বাল্য বিবাহ সংক্রান্ত  সংবাদ লক্ষণীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে সমাজের সচেতন মহল নিরলসভাবে নানা প্রতিবন্ধকতা পেড়িয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্বদা সচেষ্ট বাল্য বিবাহ নামক এই সামাজিক ব্যাধি প্রতিরোধে। এমনই এক সচেতন ব্যাক্তির প্রচেষ্টায় অবশেষে বাল্য বিবাহ নামক এই ব্যাধির হাত থেকে রক্ষা পায় চট্টগ্রামের সন্দীপ উপজেলার জিন্নাত সুলতানা আখিঁ (১৬) নামের এক কিশোরী। তার জন্ম তারিখ-০৯/০১/২০০১ইং (শিক্ষা সনদ মোতাবেক) । সন্দীপ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামের হস্তক্ষেপে অভিভাবকের সাথে কথা বলে বন্ধ করা হয় আগামী ২৬ শে’ নভেম্বরে ধার্যকৃত ঐ কিশোরীর বাল্য বিবাহ। জানা যায়, সন্দীপ উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে আগামী ২৬ শে নভেম্বর জিন্নাত সুলতানা আখিঁ নামের এক অপ্রাপ্তবয়ষ্ক কিশোরীর বিয়ে ঠিক হয়েছে এমন তথ্য পেয়ে সরেজমিনে বিষয়টি যাচাই বাছাই করেন সন্দীপ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম । ঘটনার সত্যতা পেলে ঐ কিশোরীর পরিবারের সাথে আলাপ-আলোচনা করে এই বিয়ে বন্ধ করা হয়। সেই সাথে কিশোরীর অভিভাবক প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত তাদের মেয়েকে বিয়ে দিবেনা মর্মে অঙ্গিকার করেন। এ প্রসঙ্গে সন্দীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বাল্য বিবাহ প্রতিরোধে সকল অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান। পাশাপাশি বাল্য বিবাহের কোন সংবাদ পাওয়া গেলেও সন্দীপ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + 6 =