Site icon Aparadh Bichitra

উজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় স্বামী সহ ৫ জনকে আসামী করে উজিরপুরে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের শাহাজান দেওয়ানের মেয়ে মোসাঃ রেখা বেগমের ৮ বছর পূর্বে শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত মালেক সরদারের ছেলে হালিম সরদারের সাথে সামাজিক ভাবে ইসলামী শরিয়ানুযায়ী বিবাহ সম্পাদন হয়। দাম্পত্য জীবনে তাদের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আরেকটি গর্ভে থাকা সন্তান ঔষধ খাইয়ে নষ্ট করে ফেলা হয়েছে বলে জানা যায়। রেখা বেগমকে বিয়ের পর থেকে স্বামী হালিম তার পরিবারের লোকজনের কূ-পরামর্শে প্রায়ই যৌতুকের টাকার জন্য মারধর সহ বিভিন্ন হুমকী দিয়ে আসছিল। এমনকি রেখা বেগমের পরিবারের কাছ থেকে ইতিপূর্বে ব্যবসার কথা বলে স্বামী হালিম নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গত ১৮ নভেম্ভর আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবী করলে এতে রাজী না হলে ক্ষিপ্ত হয়ে স্বামী হালিম সরদার, বোন তাসলিমা বেগম ও তার স্বামী জুলাস, নিকট আতœীয় রোজিনা বেগম, শাহিনুর বেগম মিলে রেখা বেগমের উপর অমানুষিক নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। এ ব্যপারে আহত রেখা বেগম যৌতুক লোভী, পাষন্ড স্বামী ও তার পরিবারদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম ছরোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।