জঙ্গি আস্তানায় ৠাবের অভিযান নিহত ৩

0
559

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতলী গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে ওই বাড়ি থেকে তিনজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ১২টি পাওয়ার জেল, ৭টি ডেটোনেটর, তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার বাবা খোরশেদ আলম ও মা মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গোদাগাড়ীর সাদীপুর গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা। র‌্যাব আইন ও গণমাধ্যম শাখা পরিচালক মুফতী মাহমুদ খান আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত থেকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতলী গ্রামের একটি বাড়ি ঘেরাও করা হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে বাড়ির ভেতরে থাকা বাসিন্দাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তারা। তাদের সে ডাকে সাড়া না দিয়ে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় বাড়িটির ভেতরে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় অবস্থানকারীরা। এতে বাড়িটিতে আগুন ধরে যায়।আলাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিজবাহুল হক বলেন, ওই বাড়ির মালিক রাশিকুল পেশায় একজন কৃষক, তিনি পরিবার নিয়ে থাকেন গোদাগাড়ীতে। বছর চারেক আগে আলাতলীতে এসে খোলা ওই জমিতে বাঁশ আর টিন দিয়ে ঘর তুলে ভাড়া দেন। কয়েক মাস আগে কয়েকজন লোক এসে খামার করার কথা বলে বাড়িটি ভাড়া নেয়। প্রায়ই অপরিচিত লোকজন সেখানে আসত। তবে আমরা কারও নাম জানি না। ভারতের সীমান্ত ঘেঁষা এই বাড়িটির আশপাশের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়ি নেই বলে র‍্যাব জানিয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten − four =