ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের চালানে ৭ কেজি সোনা

0
638

নাজমুন নাহার অপরূপা ঃ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি কাপড়ের চালানের ভেতর সাত কেজি সোনা পেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ অক্টোবর, ২০১৭ইং তারিখ শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকা থেকে ওই সোনা জব্দ করা হয়। সিঙ্গাপুর এয়ার লাইনসের এস কিউ ৪৪৬ ফ্লাইটে রাত পৌনে ১০টার দিকে কাপড়ের ওই চালান ঢাকায় পৌছায়। পরে কাপড়ের রোল খুলে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলো পাওয়া যায়। তিনি আরও জানান উদ্ধার হওয়া সাত কেজি সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =