Site icon Aparadh Bichitra

সুদূর সাইবেরিয়া ও হিমালয়ের পাদদেশ থেকে হাকালুকি হাওরে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি

-অপরাধ বিচিত্রা

 

সুদূর সাইবেরিয়া ও হিমালয়ের পাদদেশ লাদাক থেকে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে আসতে শুরু করেছে শীতের অতিথি পাখি। অতিথি পাখির কলকাকলিতে পাল্টে যাচ্ছে ছোট বড় ২৩৮টি বিল ও ১০টি নদী নিয়ে গঠিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের চেহারা। এবারো বাতাসে শীতের ছোঁয়া লাগতেই শুরু হয়ে গেছে অতিথি পাখির আনাগোনা। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে।

 

 

 

 

প্রতিবছর ৫০-৬০ প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে এই হাওরে। এর মধ্যে অনেক বিলুপ্ত প্রজাতির পাখিরও দেখা মেলে।

 

এ দিকে হাওরে অতিথি পাখি আসার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠেছে হাওর পাড়ের সংঘবদ্ধ অতিথি পাখি শিকারিচক্র। তারা হাওরে পেতেছে বিষটোপের ফাঁদ। প্রতি বছর শীতে আসা এসব অতিথি পাখি নিধনে এইসব সংঘবদ্ধ দল বিষটোপ নিয়ে প্রস্তুত থাকে। আর স্থানীয় প্রশাসন হাওড়ে আসা অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিতকরণে থাকে অনেকটা উদাসীন।