রাজাপুরে গণধর্ষনের শিকার গৃহবধুর পঙ্গু স্বামীকে চাঁদাবাজি মামলায় হাসপাতাল থেকে গ্রেফতার!!

0
652

মোঃ জাকির সিকদার, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড়ের জালিয়াবাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় স্বামীকে আটকিয়ে রেখে গৃহবধূ ধর্ষণের আলোচিত ঘটনার সেই গৃহবধূর পঙ্গু স্বামী কামরুল হাওলাদার (২৭) কে চাঁদাবাজি মামলার গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

পিরোজপুরের কাউখালি থানার ওই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে পায়ের চিকিৎসা নিতে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে। দিনমজুর কামরুল এক সপ্তাহ আগে গাছ থেকে পড়ে পায়ের গোড়ালী ভেঙ্গে পঙ্গু অবস্থায় বাসায় ছিলেন। কামরুল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর উপজেলা সদরের জালিয়া বাড়ি এলাকার মন্নান হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতো। রাজাপুর থানার ওসি সামসুল আরেফিন জানান, কামরুলের বিরুদ্ধে পিরোজপুর জেলার কাউখালি থানায় চাঁদাবাজি মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। কাউখালি থানার ওসি মনিরুজ্জামান জানান, গত ২ নভেম্বর কামরুলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছিল। সে পলাতক থাকায় তাকে পুলিশ খুজছিলো। শুক্রবার সন্ধ্যার দিকে তাকে কাউখালি থানা পুলিশ রাজাপুর থেকে তাদের থানায় নিয়ে যায় এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হবে। ২৯ নভেম্বর বুধবার বিকেলে ওই গৃহবধূ স্বামীকে আটকিয়ে রেখে উপজেলা শ্রমিককলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির ওরফে টাইগার মনিরসহ ও তার ২ সহযোগী ধর্ষণ করে এ ঘটনায় তাদের দুই সহযোগী স্বামীকে আটকিয়ে সহযোগী তা করে। এঘটনায় ৫ জনের নামে মামলা দায়ের করলে পুলিশ দু’জনকে গ্রেফতার করে কারাগারে গ্রেরণ করে এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার সম্পন্ন করে। এ মামলায় পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারেনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =