রাজাপুরে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানববন্ধনে অংশ নেওয়ানোর অভিযোগ

0
674

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শতাদিক অসহায় ও দুঃস্থ পরিবারকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ও জোড়পূর্বক উপজেলায় এনে থানার সামনে মানববন্ধন করানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জগাইড়হাট গ্রামের প্রায় এক শতাদিক পরিবার ডিআইজি বরিশাল রেঞ্জসহ বিভিন্ন গুরুত্তপূর্ণ দপ্তরে লিখিত অভিযোগ করেন।

এলাকাবাসী লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, শুক্তাগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম লালুর অনুসারী জগাইরহাট গ্রামের শাহজাহান খলিফার স্ত্রী নাসিমা বেগম ওই গ্রামের দিনমজুর, অসহায় ও গরীর লোকদের মেম্বারে দোহাই দিয়ে এবং কম্বল ও ২২ পরিবারের নামে ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দিয়ে সাবেক ইউপি সদস্য আঃ রব হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ায়, এতে তাদের কাজকর্ম ও গুরুত্বপর্ণ। তবে অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম লালু অভিযোগ অস্বীকার করে জানান, ওই মানববন্ধন কর্মসূচির সাথে তিনি জড়িত নন, এলাকাবাসীর উদ্যোগে সকলে সেচ্ছায় মানববন্ধনে অংশ নিয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + 12 =