Site icon Aparadh Bichitra

শিক্ষা কখনোই পন্য নয় এটি সার্বজনীন

শিক্ষা কোন পণ্য নয়, বরং সার্বজনীন করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার। গতকাল গাজীপুরের টঙ্গিতে আবদুল করিম মেমোরিয়াল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। স্কুলের প্রতিষ্ঠাতা মো. মোসাদ্দেক হোসেন ফটিকের সভাপতিত্বে

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিশনার মো. মজিবুর রহমান খান, আবু বক্কর ছিদ্দিক, নাছরিন আক্তার এবং গণতন্ত্রী পার্টি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবুল কাশেম প্রমুখ। ডা. শহীদুল্লাহ শিকদার বলেন, শিক্ষাই জাতির মেরুদ- আর শিক্ষক শিক্ষার মেরুদ-। সুশিক্ষার জন্য সৎ ও যোগ্যতাসস্পন্ন শিক্ষক প্রয়োজন। লেখাপড়া শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, পুস্তক মুখস্ত করে শিক্ষিত হওয়া যায় না। বিষয়টা অনুধাবন করতে হবে হৃদয় দিয়ে। তিনি বলেন, শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষাকে সার্বজনীন করতে হবে। এই মহতি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন কখনও শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার না করে।