এমন দল দেশে নেই যে আওয়ামী লীগকে হারাতে পারে : জয়

0
702

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার ধানমন্ডির আ’লীগ কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন -নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব

 

ওয়াজেদ জয় বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে পারে এমন দল বাংলাদেশে নেই। আমি একটি জরিপ করেছি, এটা জরিপে স্পষ্টভাবে এসেছে যে, আগামী নির্বাচনে ভালো রেজাল্ট আমরা পাব। তাই বিজয় নিয়ে আমার খুব একটা চিন্ত্মা নেই।’
সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকটি শুরম্ন হয় বিকাল তিনটায়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি সবাইকে একটি সুখবর জানাতে এসেছি যে, আমি যে জরিপ করেছি তাতে ফলাফল এতো ভালো এসেছে যে, যদি আজকে নির্বাচন হয় তাহলে ২০০৮ সালের চেয়ে বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ চালানোর পর নির্বাচন নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই। আওয়ামী লীগের প্রতি মানুষের বিশ্বাস ও সমর্থন এতো বেশি যে, আওয়ামী লীগকে ভোটে হারাতে পারে এমন দল বাংলাদেশে নেই। এবার ভোটে কেউ আমাদের ধারে-কাছেও আসতে পারবে না। বিপুলভাবে আমরা জিতব। এটা আমাদের জরিপে স্পষ্টভাবে এসেছে। তাই বিজয় নিয়ে খুব একটা চিন্ত্মা নেই।’
তিনি বলেন, ‘তবে ষড়যন্ত্র তো লেগেই আছে। আমাদের আগামী এক বছর নজর রাখতে হবে এমন কোনো ঘটনা বা দুর্ঘটনা যেন না ঘটে। গত জাতীয় নির্বাচনে বিএনপি যেভাবে সারাদেশে সন্ত্রাস চালিয়েছে, এবার যেন সেরকম সন্ত্রাস না চালাতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
জরিপটি কিভাবে হয়েছে জানতে চাইলে জয় বলেন, ‘একটি পেশাদার প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ করানো হয়েছে। এতে আমিও জড়িত ছিলাম। আমি মনে করি, এটি ওয়ান অব দ্য মোস্ট অ্যাকুরেট জরিপ।’ প্রতিবছরই জরিপ করা হয় বলেও জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে আপনাকে দেখা যাবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি প্রার্থী হচ্ছি না। এটি আপনাদের আগাম জানিয়ে রাখছি। আমার উদ্দেশ্য দলকে ক্ষমতায় আনা। এমপি-মন্ত্রী হওয়ার লোভ আমার নেই।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − twelve =