পুতুল এর কর্মসুচি শিশুদেন জন্য

0
1272

অপরাধ বিচিত্রাঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে চিত্রাঙ্কান প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে ‘পুতুল’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তারা এ কর্মসূচি পালন করেন।

 

এ সময় সংগঠনটির সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আর কে চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, প্রধান বক্তা বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট ও শিক্ষক সাবরিনা শুভ্রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১৫ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার উদ্দেশ্য নিয়ে সংগঠনটির যাত্র শুরু হয়। এর অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী। বর্তমানে তাঁরা কয়েকটি জোনে বিভক্ত হয়ে ১২৫ জন শিশুদের নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে- ধানমন্ডি, উত্তরা, মিরপুর, মতিঝিল এবং গুলশান জোন। ধানমন্ডি জোনের ২৫ জন শিশু এবং মিরপুর জোনের ২০ জন শিশুকে নিয়ে দুইটি জোনে দুইটি স্কুল পরিচালনা করছে তাঁরা। স্কুল দুইটিতে পুতুল এর সদস্যরা বিনামূল্যে শিক্ষা দেওয়াসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − nine =