সবাই এক হলে বিজয় নিশ্চিত ‍ঃ ভুমি প্রতিমন্ত্রী

0
722

আনোয়ারায় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় বিজয়মেলার উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। গত শনিবার উপজেলার কাফকো হাউজিং সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করেন তিনি। পরে বিজয়মঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যের কোনো বিকল্প নেই। এক ঘরে বসবাস করলে ঝগড়া–বিবাদ হতেই পারে। তবে বিবাদ ভুলে সবাই এক হলে বিজয় নিশ্চিত।

জাবেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা ৯ মাসের যুদ্ধে জীবনবাজি রেখে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন। নতুন প্রজন্মের দায়িত্ব হলো সোনার বাংলাকে বিশ্বের দরবারে আরো উঁচুতে নিয়ে যাওয়া। এসময় স্বাধীনতা যুদ্ধে অকুণ্ঠ সমর্থনের জন্য ভারতের ততকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

আনোয়ারা উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ইয়াছিন হিরু, এমএ কাইয়ুম শাহ, শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক ওসমান গনী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রমুখ।

বিজয় মেলার ২য় দিনের অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। এসময় তিনি বলেন, পাকিস্তানপন্থীরা কখনো দেশকে আপন ভাবেনি, তারা দেশকে ভালোবাসে না। ওই অপশক্তি আবারো মাথাচাড়া দিচ্ছে, আপনারা সজাগ থাকবেন।

গতকালের অনুষ্ঠানে দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বিশেষ অতিথি ছিলেন।

বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ শাহীন, জাসদ নেতা এয়াকুব আলী চৌধুরী, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য কলিম উদ্দিন, মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এস এম এম এ আলমগীর চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, আ.লীগ নেতা জাফর উদ্দিন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান কাইয়ুম শাহ, পরৈকোড়া ইউপির মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + five =