মার্কিন প্রশাসনে এমনটি আগে ঘটেনি,ট্রাম্প যা করলেন

0
663

মার্কিন প্রশাসনে এ বছর যেটি ঘটেছে, তাকে রীতিমত রেকর্ডই বলা যায়। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে হোয়াইটহাউজের সবচেয়ে বেশি সংখ্যক স্টাফ পদত্যাগ করেছেন অথবা তাদের পদচ্যুত করা হয়েছে। খবর: আনাদোলু এজেন্সি। স্থানীয় গণমাধ্যমের

খবর অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি সংখ্যক স্টাফ হোয়াইটহাউজ ছেড়েছেন। ব্রুকিংস ইনস্টিটিউটের তথ্যে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বছরে ৩৪ শতাংশ স্টাফ হয় পদত্যাগ করেছেন না হয় পদত্যাগে বাধ্য হয়েছেন অথবা তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই সংখ্যা সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের প্রথম বছরের দ্বিগুণ। ১৯৮১ সালে রিগান প্রশাসন ১৭ শতাংশ স্টাফকে হোয়াইট হাউজ ছাড়া করেছিলেন। ব্রুকিংস ইনস্টিটিউশন জানিয়েছে, ট্রাম্পের আমলের প্রথম বছরে যেভাবে স্টাফদের বের করে দেওয়া হয়েছে, তা আগের কোনো প্রেসিডেন্ট এমনকি কৃষ্ণাঙ্গ বারাক ওবামার আমলেও ঘটেনি। ওয়াল স্ট্রিট জার্নালের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরের মাস ফেব্রুয়ারিতে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিনকে প্রথম চাকরিচ্যুত করেন। এরপর প্রেসিডেন্টের নির্বাচনী ক্যাম্পেইনে কাজ করা দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা- রেইন প্রিবাস ও স্টিভ ব্যাননকেও প্রশাসন থেকে বহিষ্কার করেন ট্রাম্প।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + eleven =