Site icon Aparadh Bichitra

নলেজ রেমিটেন্স এর মাধ্যমে বাংলাদেশে রূপান্তর করার প্রত্যয় এনআরবি কনক্লেভ অনুষ্ঠিত

বেলায়েত হোসেন: ৩০শে ডিসেম্বর ২০১৭, ঢাকা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রথম বারেরমত অনুষ্ঠিত হল নন রেসিডেন্ট বাংলাদেশী তথা এনআরবি কনক্লেভ। বিদেশে বসবাসরত বাংলাদেশীদের দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার উদ্দেশ্য। আয়োজিত এই সম্মেলনে শ্লোগান ছিল নলেজ রেমিটন্সের মাধ্যমে বাংলাদেশের রূপান্তরকরণ। রাজধানীর লা-মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে প্রায় তিনশত আমন্ত্রিত অতিথি অংশগ্রহন করেন। যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সরকারী কর্মকর্তাশশগণ, শিল্পপতি, কর্পোরেট চাকুরীজীবি, শিল্পী, সাংবাদিক এবং স্বনামধন্য অবসবাসকারী বাংলাদেশীরা সহ আরো অনেকে। এবারের এনআরবি কনক্লেড এ ছিল ৩টি কিনোট উপস্থাপন, ৪টি প্যানেল আলোচনা ও ৩টি ইনসাইট সেশন। এছাড়াও সম্মেলন প্রাঙ্গণে ছিল দেশের ৮টি বিভাগের ঐতিহ্যর বিশেষ প্রদর্শনী এবং বাংলাদেশ ব্যান্ড ফোরামের দশ বছরের সাফল্যের প্রদর্শনী। পাশাপাশি চিল গত কয়েক বছরের বেষ্ঠ ব্র্যান্ড অ্যাওয়ার্ড বিজয়ীদের তুলনামূলক প্রদর্শনী।