Site icon Aparadh Bichitra

বায়তুশ শুকুর দরবার শরীফের উদ্দ্যেগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী

বিশেষ প্রতিবেদক:
১লা ডিসেম্বর ১২ই রবিউল আউয়াল হযরত মোহাম্মদ (সা:) এর পবিত্র জন্মবাষির্কী ও উফাত দিবস উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত হয় সরিষাবাড়ীর দরবারে রিসালত বায়তুশ শুকুর দরবার শরিফে। উক্ত মাহফিলে বিভিন্ন ওয়াজেয়িগন হয়রত মোহাম্মদ (সা:) এর জীবন ও কর্ম জীবন নিয়ে বক্তব্য পেশ করেন কোরআন ও সুন্নির আলোকে। অত্র মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম হয়। এবং আগামী দিনে উক্ত মাহফিল আরও ব্যাপক আকারে আয়োজনের জন্য সুধী জনরা মত প্রকাশ করেন। বায়তুশ শুকুর দরবার শরিফে সাজ্জাদানশীন পীরে কামেল রেজাউল হক খান আখেরী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বাংলাদেশ ও বিশ্ববাসী শান্তির প্রিয় ইসলাম ধর্মের মুসলমানদের জন্য দোয়া করেন। রসুল (সা:) প্রদর্শিত সাহাবিগনের অনুস্বরনে আমরা চলতে পারি সে জন্য মুনাজাত করেন। বায়তুশ শুকুর দরবার শরিফের প্রতিষ্ঠাতা দাদা পীর সাহেব মাওলানা আঃ জব্বার খান ও উনার সহধর্মিনীর জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। আখেরী মোনাজাতের পর বায়তুশ শুকুর দরবার শরিফের পক্ষ থেকে স্থানীয় ভাবে গরুর গোস্ত ও মানদা ভাত খওয়ানো হয়। যাহা জামালপুরের ঐতিহ্যবাহী খাদ্য হিসাবে পরিচিত। সর্বশেষ সাজ্জাদানশীন হযরত রেজাউল হক খান বিশেষ ভাবে দরুদ শরীফের আমল এবং পাঁচওয়াক্ত নামাজ পরার জন্য জোর অনুরোধ করেন।