Site icon Aparadh Bichitra

গ্রেফতার ৫ অস্ত্র ও বোমাসহ

সাতক্ষীরার তালা উপজেলা স্কুলে গোপন বৈঠক করার সময় পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান, ৫টি পেট্রল বোমা ও ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার চরগ্রামের কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের

একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তালা থানার ওসি হাফিজুর রহমান জানান, আটককৃতরা সবাই শিবিরকর্মী। তারা হলেন- দোহার গ্রামের এনামুল সরদার, শাহজাদপুর গ্রামের হাবিবুর রহমান খান, শুভংকরকাটি গ্রামের মহসিন শেখ, শ্রীমন্তকাটি গ্রামের সুজন হোসেন ও উত্তর নলতা গ্রামের আনোয়ার হোসেন সাগর। ওসি জানান, গোপনসূত্রে জানতে পারি নাশকতার লক্ষ্যে কয়েকজন শিবিরকর্মী তালার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ সময় শিবিরকর্মীদের চ্যালেঞ্জ করতেই পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। পরে তাদের কৌশলে গ্রেফতার করা হয়। তাদের হামলায় পুলিশ সদস্য এসআই মিজান, এএসআই মাহফুজ ও এএসআই রফিকুল আহত হন। গ্রেফতারকৃত শিবির ক্যাডারদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।