Site icon Aparadh Bichitra

কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে উৎসব শুরু হচ্ছে কলকাতায়।কাল শুক্রবার থেকে নন্দন প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে। একই সঙ্গে নন্দন ও রাজারহাটের নজরুল তীর্থে শুরু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি সম্বলিত এক আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশের উপ হাইকমিশনের সহযোগিতায় তথ্য

মন্ত্রণালয় আয়োজিত এই চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৪ দিন ব্যাপী চলা এই উৎসবে বাংলাদেশের মোট ২৪টি ছবি দেখানো হবে। বেশ কয়েকটি ছবি এই প্রথম প্রদর্শিত হচ্ছে বলে জানানো হয়েছে। উৎসবে দেখানো হবে ‘আয়নাবাজি’, ‘গেরিলা’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘কৃষ্ণপক্ষ’-এর মতো বেশ কয়েকটি সাড়া জাগানো ছবি। জানা গেছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের বাছাই করা বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়েও বাংলাদেশে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে।ঢাকার বাইরে রাজশাহি, খুলনা, চট্টগ্রাম, যশোরের মতো শহরগুলিতেও তা দেখানো হবে বলে কলকাতার একটি সংবাদপত্রকে জানিয়েছেন তথ্যমন্ত্রী ।