টাটকা গোমুত্র পানের পরামর্শ

0
2507

অপরাধ বিচিত্রাঃ প্রতিদিন সকালে খালি পেটে এক ফোঁটা টাটকা গোমূত্র পানের পরামর্শ দিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ! সংগঠনটির সভা ও পুস্তিকায় দাবি করা হয়েছে, সুস্থ থাকতে রোজ সকালে এক ফোঁটা গোমূত্র পান করলে উপকার পাওয়া যাবে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সহসম্পাদক কুশল কু- শুক্রবার বলেছেন, প্রতিদিন এক ফোঁটা টাটকা গোমূত্র পান করলে লিভার ভাল থাকে। পেট ভাল থাকে। জন্ডিসের মতো রোগ ঠেকানো যায়। এমনকি গোমূত্র ক্যান্সার প্রতিরোধ করে বলেও দাবি করেন

 

কুশল কু-। তবে যেনতেন গরুর মূত্র পান করলে হবে না, বরং স্বাস্থ্যবতী গাভীর মূত্র পান করলেই ক্যান্সারের মতো জটিল রোগ সেরে যাবে। আর গোমূত্র অবশ্যই টাটকা হতে হবে। তবে এমন মূত্রের দাম পাঁচশ’ রুপি হওয়ায় একশ’ রুপি খরচ করে পতঞ্জলির গোমূত্র পান করতে বলেছেন কুশল। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গোমূত্র পান করলে ১৪০ রকমের অসুখ সেরে যাবে বা প্রতিরোধ করা সম্ভব হবে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে বিশ্ব হিন্দু পরিষদের প্রায় ৫০টি গোশালা আছে। এরমধ্যে দত্তপুকুর, লিলুয়া, সবং, পিংলা, সোদপুরের গোশালায় যান কুশল। এরপর তিনি সুস্থ থাকতে টাটকা গোমূত্র পানের পরামর্শ দেন। তবে আলসারের রোগী বা গর্ভবতী নারীরা গোমূত্র পান করলে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেন তিনি। গোবরপানির মতো ভাল পরিশোধক আর নেই দাবি করে বাসার মার্বেলের মেঝে পরিষ্কারের জন্য এর ব্যব্হারেরও পরামর্শ দেন কুশল কু-।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =