নি:শেষে ঃএস ইবাদুল ইসলাম

0
1103

এই শোন
আমি তোমায় মিথ্যে বলিনি!
সাঁজিয়ে ছিলাম মনের বাসর,
দূর পাহাড়ের কোলে বসবো দুজন
করবো মধুর আলিঙ্গন।
ঝর্নাধারায় পা ভিজিয়ে
বলবো যত না বলা কথা।
নিরব গহিনে চমকিত চরণে,
খুজবো তোমায় ক্ষনিক হারিয়ে।
সকল আশা আজও নিরাশা
কি ছিলো আমার ভুল।
সকলি তো দিলাম,
নি:শেষে কি পেলাম?
ভালো যদি নাই বাসবে!
তাহলে কেন কথা দিয়ে ছিলে?
সকলি কি তোমার অভিনয়?
এ যে ভারি অন্যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − one =