Site icon Aparadh Bichitra

জীবন গেল আগুন নেভাতে গিয়ে

নগরীর লালখান বাজার এলাকায় আগুনে একটি আধাপাকা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়– ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত আবু কায়সার (৪৫) নামের এক ব্যক্তির পরে মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সোয়া ৩টার দিকে লালখান বাজারের মমতা ক্লিনিকের পাশে আবুল হোসেনের ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আবু কায়সার পার্শ্ববর্তী মিশন মাতৃছায়া বিল্ডিংয়ের ২য় তলার একটি ফ্ল্যাটের মালিক। অবশ্য, আবু কায়সারের আহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া মো. ইসহাক মিয়া নামের স্থানীয় এক রিকসা চালক আহত আবু কায়সারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মো. ইসহাক মিয়া আজাদীকে জানান, আগুন নেভাতে গিয়ে আবু কায়সার মাথায় আঘাত পান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে আর তাকে হাসপাতালে নেয়া হয়নি। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত জানিয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত জিলহ্মুর রহমান বলেন,

 

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ঘরের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আর আগুন নেভাতে গিয়ে পাশের বাড়ির আবু কায়সার (৪৫) নামের এক ব্যক্তি পা পিছলে পড়ে গিয়ে আহত হন। পরে কি ঘটেছে আমরা তা জানি না। এদিকে, অপর এক ঘটনায় একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সকাল সোয়া ৮টার দিকে নগরীর কাজির দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন ক ে দায়িত্বরত জিলহ্মুর রহমান জানান– খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি গিয়ে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। খোলা জায়গায় পার্কিং অবস্থায় নিচে পড়ে থাকা বিড়ি–সিগারেটের আগুন থেকে গাড়িটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে মিনি ট্রাকটি তিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।