Site icon Aparadh Bichitra

গৃহবধূকে গণধর্ষণ স্বামীকে বেঁধে রেখে, মামলা

বরগুনায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মঙ্গলবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনকে আসামি করে ধর্ষিতার স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক

মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ওসি কে এজাহার রুজু করার নির্দেশ দিয়েছেন। এর আগে রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মামলার আসামিরা হলেন, এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামের বারেক, পনু মিয়া, মন্নান সিকদার, সহিদ ও ইসমাইল খাঁ। এ বিষয়ে মামলার বাদী আবদুল কাদের জানান, ওই আসামিরা তার প্রতিবেশী। মাদক সেবনের জন্য প্রায়ই তারা তার স্ত্রীর কাছে টাকা চাইতো। টাকা না দেওয়ায় আসামিরা তার স্ত্রীকে যৌন নিপীড়ন ও উত্ত্যক্ত করে আসছিল। বাধা দিলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। রোববার আবদুল কাদের তার স্ত্রীকে নিয়ে সানু মিয়ার বাড়িতে বেড়াতে যান। ওই দিন সন্ধ্যায় ফিরে আসার পথে আসামিরা তাদের পথরোধ করে আবদুল কাদেরকে গলায় চাকু ধরে পাশের একটি গাছে বেঁধে রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা খুনের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। বরগুনা থানার ওসি মো. মাসুদুজ জামান জানান, এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা করতে এলে অবশ্যই মামলা নিতাম। আদালতের আদেশ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।