কুখ্যাত সন্ত্রাসী প্রিন্স বাহিনীর তান্তবে ব্যবসায়ীক সাগর আহত

0
752

স্টাফ রিপোর্টারঃ- ফ্লিম স্টাইলে কুখ্যাত সন্ত্রাসী প্রিন্স বাহিনীর তান্তবে ব্যবসায়ীক কামাল হোসেন সাগর হামলার শিকাড় হলেন। গত ৪/০১/২০১৮ইং রোজ বৃহস্পতিবার  রাতে আনুমানিক ১০টায়  সেন পাড়া মিনারবা সিএনজি স্টেশনের পাশে ব্যবসায়ীক জের ধরে প্র্রিন্স বাহিনীর অতুর্কিত ভাবে কামাল হোসেন  সাগরকে আক্রমন করে বেথরক মারপিট করে আহত করে সেন পাড়া ক্লাবে নিয়ে যায়। বাদী এ প্রতিনিধিকে জানায়,মিনারভা সিএনজি স্টেশনের পাশে সন্ত্রাসী প্রিন্সসহ মনির,সাখওয়াত, সিদ্দিক সহ েএকদল সন্ত্রাসী লোকজন নিয়ে আমার উপর আক্রমন চালায় এবং আমাকে সেনপাড়া ক্লাবে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী মেরে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে জখম ও ফুলা দাগ করে দেয়। সন্ত্রাসীদের সাথে থাকা রিভলবার দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি অÁান পরলে আবার যখন আমার মাথায় পানি দিয়ে Áান  ফিরিয়ে আনলে আমাকে লাল চা খাওয়ায়ে হুস ফিরিযে আনে। আমাকে  প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে প্রিন্স বাহিনীর পূর্ব শক্রুতার  জের হিসাবে আমার নিকট থেকে জবর দস্তী অস্ত্রের মূখে সাদা কাগজে কয়েক জন ব্যক্তির নাম লিখে নেয় আরো বলে তোর সাথে কোন কোন সাংবাদিকরা আমাদের নামে পত্রিকায় নিউজ করেছে বল।

 

কামাল হোসেন সাগর এ ব্যপারে অস্বীকার করে বলে তাদের সম্পর্কে আমার কিছুই জানা নেই। সন্দেহ করে আমার উপর এ আক্রমন চালায়। আমার সাথে থাকা একটি মটর বাইক,ব্যবসায়ীক কাগজ পত্রসহ একটি সাইডব্যাগ, যাতে ছিলো শাহ জালাল ইসলামী ব্যাংকের একটি চেক বই,মোবাইল  ফোন ও সাথে থাকা ২২,০০০/( বাইশ হাজার ) টাকা তারা ছিনিয়ে নেয়। অস্ত্র ঠেকিয়ে ক্রসফায়ার দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলে লাশ গুমসহ মামলা না করার হুমকি দিয়ে আমার জবান বন্দি নেয়। অতপর আহত অবস্থায় আমাকে ফেলে সন্ত্রাসী প্রিন্সবাহিনী চলে যায়। আমি আহত অবস্থায় পথচারীর মাধ্যমে বাসায় ফিরি।তার পরের দিন আমার আত্বীয় স্বজন দের ব্যপারটা জানাই তখন তারা আমাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিতসার ব্যবস্থা গ্রহণ করে। এমতাবস্থায় আমি শারীরিক অসুস্থতা নিয়ে ৫/০১/২০১৮ইং তারিখে কাফরুল থানায় একটি অভিযোগ দাযের করি যার ফলে আসামী সাখোওয়াতকে গ্রেফতার করে আসামী সাখোওয়াত এর নিকট থেকে ঘটনার সত্যতা স্বীকার করান ।এমনকি এস আই মোজাম্মেল হোসেন ফোনে বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে এটা ব্যবসায়ীক দন্দ এবং আমরা থানায় বসে এটা মিমাংসার চেষ্টা করবো। মামলাটি আমলে না নিয়ে বাদীর অনুপস্থিতিতে আসামী ছেড়ে দেয়। আসামী সাখোওয়াত হোসেন এ সন্ত্রাসী ঘটনার সত্যতা স্বীকার উক্তিমূলক জবান বন্দী দিয়েছে।এস আই মোজাম্মেল হোসেন বলেন, বাদী কামাল হোসেন সাগরের নিকট থেকে ছিনিয়ে নেওয়া সমস্ত মালামাল কাফরুল থানায় জব্দ রয়েছে।বাদী কামাল হোসেন সাগর বলেন, এ সকল সন্ত্রাসী লোকজনের আইনের আওতায় এনে সঠিক বিচার হওয়া উচিত। আমার ব্যবসা ও জীবনের হুমকি দিয়ে আসছে প্রিন্স বাহিনীর লোকজন। এ ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবী জানাই সংশ্লিষ্ট পুলিশসহ আইনের  লোকজননের নিকট।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − one =