Site icon Aparadh Bichitra

আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন

সাংবাদিকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন নায়ারনগঞ্জের সংবাদকর্মীরা। আজ বেলা বারোটায় নারায়নগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রেসক্লাবের নিচে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন গণমাধ্যমকর্মীরা।

এতে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদসহ এতে যোগ দেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা। প্রতিবাদ কর্মসূচীতে, ২৪ ঘণ্টায় মধ্যে সন্ত্রাসী নিয়াজুল ও অপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সাংবাদিকরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদরে গ্রেপ্তার না করা হলে করা হলে আমরা আন্দোলতে যাব। প্রয়োজনে প্রশাসন ও পুলিশের সব সংবাদ বর্জন করব সাংবাদিকরা আরো বলেন, গতকাল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারোজন সাংবাদিক আহত হয়েছেন। অতীতে সন্ত্রাসীদের অপর্কমের্র কথা তুলে ধরার কারণে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করেন।এদিন নারায়নগঞ্জের চাষাড়ায় হকার উচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের পর মেয়র সেলিনা হায়াৎ আইভি ও শামীম ওসমানের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ও ইট পাটকেল ছোড়াছুড়িতে মেয়র আইভী, এবং সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।