“বিজয়ের ৪৬ বছর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা এবং কবিতা পাঠ অনুষ্ঠিত

0
715

বাংলাদেশ কবি পরিষদ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ২৫ ডিসেম্বর ২০১৭ ইং রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায়, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১, তোপখানা রোড, ঢাকায় “বিজয়ের ৪৬ বছর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী, কবি ও ইসলামী চিন্তাবিদ ভাষাসৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আলী মুহাম্মদ লিয়াকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এর সাবেক ডিআইজি (সিআইডি), বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস পারুল আক্তার, মুক্তিযোদ্ধা, কবি, সমাজ বিশ্লেষক ও রাজনীতিবিদ আবদুল মতিন মাস্টার ছাবরী, বিশিষ্ট আইনজীবী জাহানারা ইসলাম, জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি এম. আর. মনজু, বিশিষ্ট কবি ও নদী গবেষক মোঃ এমদাদুল হক (বাদশা), স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ রবিউল হোসেন রবি, কবি শ্যামলী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কবি পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিবাদী কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক মো. সাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট ক্যান্সর চিকিৎসক ডাঃ এস. এম. সরওয়ার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 15 =