ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এক্সেল লোড-কন্ট্রোল ষ্টেশন দুর্নিতী অনিয়ম কোন ক্রমেই থামছে না

0
592

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃ ধামরাই এক্সেল লোড কন্ট্রোল ষ্টেশনে ব্যাপক অনিয়ম দুর্নিতী কোন ক্রমেই থামছে না। জানা গেছে, ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে যানবাহনের ওজন মাপার এক্সেল লোড ষ্টেশনে সড়ক ও জনপথের ষ্টাফ ও ঠিকাদারী প্রতিষ্ঠান

 

রেগনাম রিসোর্স লিমিটেডের লোকজন মিলে দিনে ও রাতে প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে। সরকার নির্ধারিত ২০ টনের ওপরে কোন যানবাহনের ওজন হলে ওই যানবাহণকে ২ হাজার টাকা শুল্ক দিতে হয়। আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রেগনাম রিসোর্স লিমিটেডের লোকজন ক্ষমতার দাপট দেখিয়ে সড়ক ও জনপথের ষ্টাফদের সাথে আতাঁত করে এক্সেল লোড ষ্টেশনে এখন চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এক্সেল লোড ষ্টেশনে অফিসের কাগজ পত্রের আড়ালে শতকরা ৬০ ভাগ যানবাহন এক্সেল লোড ষ্টেশনে প্রবেশ করার পূর্বেই ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী নামধারী চাঁদাবাজরা মোটা অংকের টাকা নিয়ে যানবাহন গুলো যেতে সহায়তা করছে। এদিকে এই ষ্টেশন থেকে প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার শুধুমাত্র সড়ক ও জনপথের দুর্নিতীবাজ কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতের কারনে। এই এক্সেল লোড কন্ট্রোল ষ্টেশনে সন্ধ্যার পর থেকে চাঁদাবাজী বেড়ে যায় ও মাদকের বড় বড় চালানগুলো নামতে শুরু করে। এই লোড ষ্টেশনে সড়ক ও জনপথের ষ্টাফরা সরকারকে নামে মাত্র টাকার রাজস্ব আদায় দেখিয়ে শতকরা ৬০ ভাগ টাকা তারা আত্মসাৎ করছে। উল্লেখ থাকে যে, এই এক্সেল লোড ষ্টেশনে ইয়ার খান নামের এক দালাল বসিয়ে রেখে চাঁদাবাজির টাকাগুলো বাট-বাটোয়ারা করে নিচ্ছে এই চাঁদাবাজরা। এ ব্যাপারে সড়ক ও জনপথের মানিকগঞ্জ নির্বাহী প্রকৌশলী একচেঞ্জ মহিবুল হকের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =