সাভারে ইয়াবাসহ শিক্ষিত মাদক ব্যবসায়ী আটক, স্বপ্ন-রাতারাতি কোটিপতি হওয়ার

0
546

নোমান মাহমুদঃ সাভারে ২৪৫ পিস ইয়াবাসহ স্নাতক ডিগ্রিধারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাভারের ব্যংক টাউন এলাকা থেকে তাকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশী করে ২৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ মনিরুজ্জামান ওরফে জীবন (৪২)।

সে কুষ্টিয়া জেলার সদর থানার খাজানগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। প্রাথমিকভাবে সে মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও সে পুলিশকে জানায় রাতারাতি কোটিপতির হওয়ার স্বপ্ন থেকেই সে মাদক ব্যবসায়ের সাথে জড়িয়েছে। আর তাই খোদ নিজেই সরাসরি চট্টগ্রামের কক্সবাজার এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে সাভার ও আশুলিয়ার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে সরবরাহ করতো। সে নিজেও একজন মাদকসেবী। এছাড়াও আটক এই মাদক ব্যবসায়ী নিজেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও একজন স্নাতক ডিগ্রিধারী বলে দাবী করে। এবিষয়ে জানতে চাইলে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, ”আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × one =