Site icon Aparadh Bichitra

আশা ইউনিভারসিটি বাংলাদেশ এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

বেলায়েত হোসেনঃ ২৯শে জানুয়ারি ২০১৮ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভারসিটি বাংলাদেশ এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও আশা ইউনিভারসিটি বাংলাদেশের চ্যান্সেলর এর পক্ষে উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

 

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফিলিপাইনের প্রাক্তন মন্ত্রী ও ফিলিপাইনস ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট মিউচুয়াল রিইনফোরচিং ইনস্টিটিউশনসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জেমি এরিস্টটল বি. আপিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আশা ইউনিভারসিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. ডামেল চন্দ্র বর্মন। আশা ইউনিভারসিটির শিক্ষার খরচ তুলনামূলক কম হওয়ায় মেধাবী, দরিদ্র, নারি,মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আদিবাসীদের টিউশন ওয়েভার দেওয়া হয়। অধ্যাপক ড. বর্মন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আপনারা দারিদ্র মুক্ত, সুখি সমৃদ্ধ দেশ গড়তে নিজেদেরকে নিয়োজিত রাখবেন। আপনারা কোন ভাবেই দূর্নীতি, স্বজনপ্রীতি ও যে কোন অপরাধ মূলক কাজের সাথে সম্পৃক্ত হবেন না। মনে রাখবেন, দেশের সেবায় যে ভাল কাজ করবেন তা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার হয়ে আসবে। আশা ইউনিভারসিটি বাংলাদেশ এর দ্বিতীয় সমাবর্তনে ৫৮৫৫ গ্রাজুয়েটকে ডিগ্রী প্রদান করা হয়। সর্বোচ্চ ফলাফলের জন্য বি. ফার্মে সোহানা দিল আফরোজ এবং এমবিএ তে প্রিসিলা জামান তন্বীকে চ্যান্সেলর স্বর্ণ পদক প্রদান করা হয়