ঢাকায় বাংলাদেশ টি এক্সপো ১৮ ফেব্রুয়ারি

0
821

আগামী ১৮ ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দ্বিতীয়বারের মতো বসছে বাংলাদেশ টি এক্সপো-২০১৮। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আয়োজনে দেশে চা উৎপাদন ও রফতানি সম্ভাবনার সামগ্রিক চিত্র দেশী-বিদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টি বোর্ড।

বাংলাদেশ টি বোর্ড জানিয়েছে, এবারের আয়োজনে দেশী-বিদেশী চা উৎপাদনকারী, বাগান মালিকসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবে অর্ধশতাধিক দেশী-বিদেশী চায়ের ব্র্যান্ড। এ সময় ক্লোনজাত চায়ের নতুন জাত বিটি-২১ উন্মোচন করা হবে। পাশাপাশি এক্সপোতে চা বিপণনকারী প্রতিষ্ঠান ও সেরা বাগানগুলোকে পুরস্কার দেয়া হবে। গত বছরের ১২-১৪ জানুয়ারি ৪৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৭ আয়োজন করা হয়েছিল। এ সময় বাংলাদেশ টি রিচার্স ইনস্টিটিউটের অধীনে উন্মোচিত হয়েছিল বিটি-১৯ ও বিটি-২০ জাতের নতুন জাত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 18 =