পরীক্ষা দিতে পারে নাই অর্ধশতাধিক শিক্ষার্থী

0
9530

রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদের প্রতারণায় পরীক্ষা দিতে না পেরে থানা ঘেরাও, পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা মারুফ আহমেদের প্রতারণায় প্রবেশপত্র না পেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারেনি। উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ তার বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৫৩ জন শিক্ষার্থীর ফরম পূরণ করান।

তার মধ্যে রৌহা উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন এবং উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী। রৌহা উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের জন্য মারুফ আহমেদ আদায় করেন দেড় লাখ টাকা। উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নবম-দশম শ্রেণিতে পাঠদানের অনুমতি না থাকায় মারুফ আহমেদ দেড় লাখ টাকার বিনিময়ে ১৮ জন শিক্ষার্থীর ফরম পূরণ করান। কিন্তু শিক্ষার্থীরা কেউ পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মারুফ আহমেদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের শান্ত করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তারা পরীক্ষার প্রবেশপত্র পায়নি, তাই পরীক্ষা দিতে পারছে না। আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রতি বছরই মারুফ আহমেদ এই অপকর্ম করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। অনেকবার চেষ্টা করেও রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মারূফ আহমেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 − 1 =