মাউশির নোটিস ৭২ শিক্ষক কোচিং-এ জড়িত থাকায়

0
561

রাজধানীর ৪ কলেজের ৭২ জন শিক্ষক কোচিং ব্যবসায় জড়িত থাকায়, তাদেরকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর তাদেরকে নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরমধ্যে রয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন, মতিঝিল মডেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭জন এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের ৫ জন শিক্ষক।

দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে কোচিং ব্যবসার প্রমাণ পেয়েছে। ২ ফেব্রুয়ারি কোচিং ব্যবসায় জড়িত থাকায় রাজধানীর ৪ স্কুলের ২৫ জন শিক্ষককে বদলির আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা’ অনুযায়ী কোনো শিক্ষক কোচিং ব্যবসায় জড়িত থাকলে তাকে বরখাস্তসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − 2 =