Site icon Aparadh Bichitra

রোহিঙ্গা মায়েরা ১৬ মাসে ২ বার গর্ভধারন করেন, কিন্তু কেনো?

এই প্রশ্নের উত্তর- গর্ভবতী মা কিংবা মেয়েদের শরীর দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর ক্ষুধা মেটে না। এই মা-মেয়েদের ছেড়ে দেয়া হয়। আর জীবন বাঁচার তাগিদে এই পরিবারের মা-মেয়েরা গর্ভবতী হতে বাদ্য হয়, কারণ তাঁদের বাঁচতে হবে মিয়ানমার সেনাবাহিনীদের হাত থেকে।

আরকান মুসলিম নারী রোহিঙ্গাদেরকে সেখানকার সৈনিক ও বৌদ্ধরা বর্বরতা চালিয়াছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে তাদের বর্বরতা আদিমতাকে অতিক্রম করেছে। হাত পা বেঁধে গলা কেটে বালতিতে রক্ত জমা করার মতো নির্যাতন করা মিয়ানমার সেনাবাহিনীর নিয়মিত কাজ। দেখুন আরাকান রাজ্যে রোহিঙ্গাদের নির্যাতনের গল্প।