সম্ভবত অজগরটি এক মাস ধরে অভুক্ত

4
598

আস্ত হরিণ গিলে খাচ্ছে অজগর! চলতি বছরের ২৯ জানুয়ারি শ্রীলঙ্কার জাতীয় উদ্যানে এমন দৃশ্য ফ্রেম বন্দি করেছেন এক উৎসাহী পর্যটক। প্রায় ১৪ ফুট দীর্ঘ অজগরটি একটি হরিণের চারপাশে নিজেকে পেঁচিয়ে প্রায় এক ঘণ্টা ধরে গিলে ফেলে। খবর ডেইলি মেইল। বন কর্মকর্তারা জানান, সম্ভবত অজগরটি এক মাস ধরে অভুক্ত।

দেশটির হাম্বানটোটার বুন্ডালা জাতীয় উদ্যানের কর্মকর্তা পিএ মুথুকুমার জানান, অজগরটি খুব ক্ষুধার্ত ছিল। সচরাচর অজগর কোনও পশুকে গিলে খাওয়ার সময় কেউ কাছে এলে তা উগরে দেয়। কিন্তু ওই অজগরটি তা করেনি। এতে ধারণা করা হচ্ছে অজগরটি খুব ক্ষুধার্ত ছিল। যার কারণে অজগরটি পশুটিকে পুরোটাই গিলে ফেলেছে। ভিডিও ক্লিপটিতে দেখা যায়, অজগরটি হরিণের চারপাশে শক্তভাবে পেঁচিয়ে নিচ্ছে। আর আস্তে আস্তে প্রাণীটি ধীরে ধীরে গ্রাস করছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =