Site icon Aparadh Bichitra

ফলন ভালো হওয়ায় সঠিক দাম পাচ্ছেন কৃষকেরা

বগুড়ার গাবতলী উপজেলায় কাঁচা মরিচের ব্যাপক চাষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এ উপজেলার ৩৩০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর বেশি। ফলন ভালো হওয়ায় সঠিক দামও পাচ্ছেন কৃষকেরা। কাঁচা মরিচ বেচাকেনা হয় উপজেলার কলাকোপা সুবত বাজারে। শুক্রবার ও মঙ্গলবার বাদে সপ্তাহে পাঁচ দিন এ বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়। এ বাজারে বিক্রির জন্য গাবতলী ছাড়াও ধুনট, শাজাহানপুর ও সারিয়াকান্দি থেকে কৃষকেরা তাঁদের কাঁচা মরিচ নিয়ে আসেন।

এখান থেকে মরিচ যায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। খেত থেকে কাঁচা মরিচ তুলছেন এক দিনমজুর। এক বেলা মরিচ তুলে একেকজন ১০০ থেকে ১২০ টাকা মজুরি পান। বেড়েরবাড়ি, ধুনট, বগুড়া।খেত থেকে কাঁচা মরিচ তুলছেন এক দিনমজুর। এক বেলা মরিচ তুলে একেকজন ১০০ থেকে ১২০ টাকা মজুরি পান। বেড়েরবাড়ি, ধুনট, বগুড়া। এই মরিচের নাম বিজলী। প্রতি মণ বিজলীর দাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। সুবত বাজার, গাবতলী, বগুড়া।এই মরিচের নাম বিজলী। প্রতি মণ বিজলীর দাম ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। সুবত বাজার, গাবতলী, বগুড়া। সারা দিন বাজারে চলে কাঁচা মরিচ বেচাকেনা।সারা দিন বাজারে চলে কাঁচা মরিচ বেচাকেনা। রোহিঙ্গা, কারেন্ট, বিজলী ইত্যাদি জাতের মরিচ মেলে এই বাজারে। সুবত বাজার, গাবতলী, বগুড়া।রোহিঙ্গা, কারেন্ট, বিজলী ইত্যাদি জাতের মরিচ মেলে এই বাজারে। সুবত বাজার, গাবতলী, বগুড়া। বাজার থেকে কাঁচা মরিচ কিনে বস্তায় ভরা হচ্ছে। এখানকার মরিচ যাবে দেশের বিভিন্ন জেলায়।বাজার থেকে কাঁচা মরিচ কিনে বস্তায় ভরা হচ্ছে। এখানকার মরিচ যাবে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় লোকজন এই মরিচের নাম রেখেছে ‘রোহিঙ্গা’। এই মরিচ আকারে লম্বা। সুবত বাজার, গাবতলী, বগুড়া।স্থানীয় লোকজন এই মরিচের নাম রেখেছে ‘রোহিঙ্গা’। এই মরিচ আকারে লম্বা। সুবত বাজার, গাবতলী, বগুড়া।