তুরাগে আওয়ামী অফিসে সন্ত্রাসী হামলা বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

0
1097

বিশেষ প্রতিবেদক রাজধানীর তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায়, গত ৩ জানুয়ারি রাত ৮টার দিকে উচ্চস্বরে মাইকে বাউল গান বাঁজাতে নিষেধ করায় আওয়ামীলীগ নেত উত্তরা থানা এবং হরিরামপুর ইউনিয়ন এর ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি সাহাব উদ্দিন সহ ৪ জন কে কুপিয়ে মারাত্মক আহত করেছ আলম চানের সন্রাসি বাহিনী । এই আলম চান যে সরকার বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ এর কারনে এ সরকারের আমলেই তুরাগ থানার ভ্রাম্যমাণ আদালতের দ্বারা ছয় মাসের সাজা পেয়ে দীর্ঘ দিন জেল খাটেন। তুরাগ থানায় বঙ্গবন্ধুর ছবি ভাংচুর এর ব্যাপারে ৪/২/২০১৮ ইং তারিখে মামলা হয়।মামলানং-৫,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনালকোড।

 

মামলা সুত্রে জানা যায়, বিবাদী আলম চান গং রা তুরাগের ভাটুলিয়ায় কয়েকদিন ধরে ওরসের নামে উচ্চস্বরে মাইকে রাত ব্যাপী মেলায় বাউল গান করতে থাকায় এতে এসএসসি পরীক্ষার্থীদের লেখা পড়ার ব্যাপক ক্ষতি হচ্ছিল তাই এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইমামুল হক শান্ত নামে এক ছাত্র উচ্চস্বরে মাইক বাঁজাতে নিষেধ করলে স্থানীয় সন্রাসী বাহিনীর গডফাদার আলম চান তাঁর দলবল নিয়ে হানিফ আলীর মোড় এলাকার আওয়ামীলীগ অফিসে অবস্থান কারী ঐ ছাত্রের উপর হামলা করে এ সময় তাকে উদ্ধারে তাঁর বাবা আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, আবেদ আলী, চাচা জবেদ আলী, চাচা ও আক্তার হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করে, আওয়ামীলীগ অফিস তছনছ করে ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে পালিয়ে যায় । স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরাস্ত ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে ।৪ফেব্রুয়ারী স্থানীয় এম পি এ্যাডভোকেট সাহারা খাতুন আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান । এ ব্যাপারে জবেদ আলী মেম্বার বাদী হয়ে ১/আলম চান ২/ সহিদুল ইসলাম ৩/ বিল্লাল হোসেন ৪/ ইমান আলী ৩০/৪০ জোনকে অজ্ঞাত আসামী করে তুরাগ থানায় এক টি মামলা দায়ের করেছেন পুলিশ ৩ নং আসামী বিল্লাল কে গ্রেপ্তার করলে আদালত রিমান্ডে এনে জিঞ্জাসা করছে তুরাগ থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + 5 =