মিষ্টির ওজন সাড়ে ছয় কেজি

0
1135

এক পিস রসগোল্লার দাম উঠেছে ২০০১ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ২৬শ টাকা। এই মিষ্টির ওজন সাড়ে ছয় কেজি। রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মণিরামপুরে রসগোল্লা উৎসবে উঠেছিল এই মিষ্টি। ওইদিন সন্ধ্যায় ওই রসগোল্লা ওজন করে দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। আর ওই বিশাল আকৃতির রসগোল্লার ছবি তোলার জন্য সাধারণ মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

জানা গেছে, এক মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে রসগোল্লাটি কিনে নিয়েছেন স্থানীয়রা। উৎসবে একাধিক রসগোল্লার স্টল বসেছে। সেখানে জিভে জল আনার মতো আরও বাহারি রসগোল্লায় স্টল জমে উঠেছে। যেমন, স্ট্রবেরি, টু-ইন-ওয়ান, পাইন্যাপল, নলেন গুড়ের রসগোল্লা। রবিবার বিকাল থেকে মণিরামপুরে মেলাতে ভিড় উপচে পড়ছিল। মিষ্টি ছাড়াও মকর সংক্রান্তিতে পিঠেপুলির স্টল ছিল। আরও ছিল ফুলের স্টল। সবমিলে জমে ওঠেছিল এই রসগোল্লা মেলা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + fifteen =