সতর্ক থাকুন  ধরিয়ে দিন বহিষ্কার

0
687

মোঃ আলতাফ হোসেন আল আব্বাসী  কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর টাংগাইল জেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক পদ থেকে গত ২৯ নভেম্বর  বহিষ্কার করা হয়েছে। সে  জাল ভুয়া সার্টিফিকেটে কালিহাতী আউলিয়াবাদ কলেজে ও সখীপুর হতেয়া কলেজে  লাইব্রেরীয়ান পদে চাকরী কালে সার্টিফিকেট জাল প্রমানে চাকরী থেকে বহিষ্কারহন,।সাপ্তাহিক ইত্তেখাব প্রএিকার সম্পাদক হয়ে ক্ষমতার অপব্যবহার করে সরকারী বেসরকারী অফিসগুলোতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত মাসোহারা আদায়ের  দুর্নীতি,প্রএিকায় প্রতিবেদন ও প্রকাশ ও অভিযোগের আলোকে প্রশাসন আইনের আওতায়  এনে  ২০১১ ইং সনে তার ইত্তেখাব প্রএিকার ডিক্লিয়ারেশন বাতিল করে।

এরপর ঢাকা শান্ত মারিয়াম পিন্টিং এন্ড প্যাকেজিং বেসরকারী এক কোম্পানীতে চাকরী কালে কাজে অনিয়ম অর্থ আত্বস্বাত নারী কেলেংকারীর কাহিনী গোপন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর টাংগাইল জেলা আহবায়ক কমিটির পদ লাভ করে জেলার বিভিন্ন সরকারী বেসরকারী অফিসগুলোতে ও মালিকানা প্রতিষ্ঠানে নিজেকে সভাপতি পরিচয় দান কারী ব্যাপক হারে ধান্ধাবাজি চাঁদাবাজি পঞ্চকতার মাধ্যমে নিয়মিত মোটা অংকের মাসোহারা আদায় করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তার বিরদ্ধে উপরোক্ত ব্যাবস্হা নেওয়া হয়েছে। এর পরেও সে যদি  কোথাও নিজেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামর(বিএমএসএফ)এর টাংগাইল জেলার যুগ্ন আহবায়ক পরিচয় দেয় তবে তার সে পরিচয় ভুয়া বলে গন্য হবে। সে আর (বিএমএসএফ)এর জেলা ও উপজেলার কোন ধরনের পদ পদবীর পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না, সে জাল শিক্ষিত,জেল খাটা আসামী অনৈতিক সুবিদা আদায়কারী ধান্ধাবাজ এই ব্যক্তি থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছেতার পরেও যদি সে কোথাও নিজেকে সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামর (বিএমএসএফ)এর পরিচয় দেয় তবে তাকে থানা পুলিশ ধরিয়ে দেওয়ার অনুরোধ করা হলো ।

সৈয়দ জেহায়েদুল ইসলাম (কাদের)

আহবায়ক

টাংগাইল জেলা শাখা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − seven =