জুট মিলে আগুন

0
8609

মাদারীপুর টিভি ক্লিনিক এলাকায় হায়দার কাজী জুট মিল প্রাইভেট লিমিটেডে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যায় আগুন লেগে এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এতে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৫টার দিকে হায়দার কাজী জুট মিলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার মণ পাট পুড়তে শুরু করে।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা আরো ভয়াবহ হলে জেলার আরো তিনটি ইউনিটসহ পাশের জেলা শরীয়তপুর থেকে আসা একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। সেই সাথে ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার পাট, যন্ত্রপাতি ও স্থাপনা পুড়ে গেছে বলে জানা গেছে। জুট মিলের পরিচালক কাজী মোক্তার জানান, আগুনে মিলে থাকা প্রায় দেড় লাখ মণ পাট, প্রায় শতাধিক মেশিন ও ৩টি গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের কয়েক কোট টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four − 3 =