Site icon Aparadh Bichitra

বাংলাদেশের কাছে প্রতিদন্ধিতা পূর্ণ ক্রিকেট আশা করেনঃ পেরেরা

গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে স্বাগতিকদের কোনো সিরিজই জিততে দেয়নি বাংলাদেশ। এবার ফিরতি সফরে আসা লঙ্কানরা যখন ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের পর জিতে নিয়েছে টেস্ট সিরিজও, তখন টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া করতে চাইবে কেন? ওয়ানডে খেলে দেশে ফেরা থিসারা পেরেরা এবার টি-টোয়েন্টি খেলতে ফিরেই বললেন সে কথাও, ‘ত্রিদেশীয় সিরিজ জিতে আমরা ওয়ানডে খেলোয়াড়রা টেস্ট খেলোয়াড়দের জন্য ছন্দটা ধরে দিয়েছিলাম। ওরা সেই ছন্দটা দুহাত ভরে কাজেও লাগিয়েছে। ওরা টেস্ট সিরিজে যা করে দিয়েছে, এবার টি-টোয়েন্টিতে আমাদেরও তাই করতে হবে।’

 

 

সেটি করার ক্ষেত্রে লঙ্কান দলের এই অলরাউন্ডারকেও রাখতে হবে অগ্রণী ভূমিকা। কারণ দলের অন্যদের তুলনায় বাংলাদেশের উইকেট ও জল-হাওয়া বিষয়ে একটু বেশিই ধারণা আছে থিসারার। কিছুদিন আগেই চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কয়েকটি ম্যাচে দলের জয়েও রেখেছেন দারুণ ভূমিকা। এবার দেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটে-বলে রাখতে চান নিজের কার্যকারিতার ছাপ, ‘বাংলাদেশে প্রচুর ম্যাচ খেলেছি আমি। যেটি এখানে ভালো করার ক্ষেত্রে সহায়ক হবে। তা ছাড়া সবশেষ বিপিএলে ভালো খেলে গেছি। এটি শুধু আমার জন্যই নয়, দলের পক্ষেও খুবই ভালো ব্যাপার।’

অবশ্য ওয়ানডে টুর্নামেন্টের পর টেস্ট সিরিজও হারা বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারে, সেটিও মনে রাখছেন লঙ্কান এ অলরাউন্ডার। তাঁর ধারণা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে স্বাগতিকরা। সে জন্য সতর্কতাও আছে থিসারার, ‘আমি জানি, বাংলাদেশ প্রবলভাবে ফিরে আসতে চাইবে এই সিরিজে। কারণ ওরা পর পর দুটি সিরিজ হেরেছে। ওয়ানডে টুর্নামেন্টের পর টেস্ট সিরিজেও। কাজেই আশা করছি, আগের দুটি সিরিজের চেয়ে ভালো খেলবে বাংলাদেশ।’ যদিও নিজের দলকে ফেভারিট বলে ঘোষণায়ও কোনো দ্বিধা নেই থিসারার, ‘লঙ্কান হিসেবে আমি সব সময়ই শ্রীলঙ্কাকে ফেভারিট বলব।’ তবে এটিও মনে করিয়ে দিয়েছেন যে মাঠে ফেভারিট বলে নিজেদের প্রমাণ করতে হলে ভুল কম করা চাই, ‘ক্রিকেটে আপনি আগে থেকেই বলে দিতে পারেন না যে কে জিতবে বা হারবে। এখানে মাঠে যারা ভুল কম করবে, বিজয়ী হবে তারাই।’

অপরাধ বিচিত্রা