Site icon Aparadh Bichitra

সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষনে খুলনায় সুন্দরবন দিবস উদযাপিত

সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো বুধবার খুলনায় ‘সুন্দরবন দিবস-২০১৮’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

 

তিনি বলেন, সুন্দরবনের মূল আকর্ষণ ট্যুরিজম। গত একবছরে আভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বর্তমান ট্যুরিজমের পাশাপাশি ইকো-ট্যুরিজমেরও ব্যবস্থা করতে হবে।
জেলা প্রশাসন, বন অধিদপ্তর, ইউএসএইড, এ্যাকটিভিটি, ওয়াইল্ডটীম, রূপান্তর, খুলনা প্রেসক্লাব ও সুন্দরবন একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সুন্দরবনকে সংরক্ষন না করলে এ অঞ্চলের জনগোষ্ঠীকে রক্ষা করা যাবে না। সরকার ২০১৭ সালে সুন্দরবনকে অভয়ারণ্য এলাকা ঘোষণা দিয়েছে। বাঘ গণনায় সর্বাধুনিক পদ্ধতি ক্যামেরা ট্রাপিং বা ক্যামেরা ফাঁদের মাধ্যমে সুন্দরবনের বাঘের সংখ্যা নির্ণয়ের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। বক্তৃতা করেন, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসি আলী, মোঃ বশির উল আলম মামুন, মাহাবুবুর রহমান, স্বপন গুহ ও মল্লিক সুধাংশু।

অপরাধ বিচিত্রা।১৪/০২/২০১৮