মিঠাপুকুরের পকেট কমিটি গঠনে ক্ষোভে ফুঁসে উঠেছে অভিভাবকমহলল

6
775

মিঠাপুকুরের রূপসী উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে তথাকথিত মনগড়া ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে এবং ভোটের মাধ্যমে পুনরায় সুষ্ঠুভাবে নুতন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন অভিভাবকমহল।

 

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ১নং খোড়াগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনতুজুল আলম রতন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন অভিভাবক শাহনুর মন্ডল, আব্দুল ওয়াহেদ, শামসুল হক, তবারক হোসেন প্রমুখ। বক্তারা জানান, নিয়ম-নীতি উপেক্ষা করে নিকটস্থ আত্মীয়-স্বজন দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে গোপনে পকেট কমিটি গঠন করেছেন অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক। এমনকি এই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে অর্থ স্বেচ্ছাচারীতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বক্তারা আরও জানান, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলা চত্বরে রুপসী উচ্চ বিদ্যালয়ের পকেট ম্যানেজিং কমিটি গঠন করেন। তারা এই কমিটি বাতিল করার দাবি জানান। এছাড়াও বক্তারা, প্রধান শিক্ষককে বরখাস্ত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলামের বদলির দাবি জানায়। এ বিষয়ে অবিভাবকমহল ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে দেখা যায়, গতকাল সাড়ে ১২টার দিকে অত্র প্রতিষ্ঠানে একজন লাইব্রেয়ীন ছাড়া কোন শিক্ষককে পাওয়া যায়নি এবং জাতীয় পতাকা উত্তোলনও দেখা যায়নি। এমনকি কিছুক্ষণ পরেই প্রতিষ্ঠানে তালা ঝুলতে দেখা যায়। বিদ্যালয় মাঠে খেলাধুলা করতে আসা অত্র প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির ছাত্র মোঃ হৃদয়, ৯ম শ্রেণির ছাত্র মাসুদ রানা, ১০ম শ্রেণির ছাত্র পরিমল জানায়, কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের অনেকেই আসে না। তাই নিয়মিত ক্লাশও হচ্ছে না। তাড়াতাড়ি ছুটি হয়। এতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং তাদের ভবিষ্যত সম্ভাবনা নষ্ট হচ্ছে বলে তারা জানায়। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জানান, রপসী উচ্চ বিদ্যালয়ের এই পকেট কমিটি বাতিল করার দাবিতে আন্দোলন করছি। তাই ছাত্র-ছাত্রীরা ক্লাসে উপস্থিত হচ্ছে না। তারা দ্রুত এই পকেট কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি গঠনের দাবি জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ডের অনুমতি নিয়ে নিয়মতান্ত্রিকভাবে ম্যানেজিং কমিটি গঠন করেছি। যারা ক্ষমতা পায় না, তারাই এ ধরনের অভিযোগ করে।

অপরাধ বচিত্রিা।১৪/০২/২০১৮

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − six =