Site icon Aparadh Bichitra

নোয়াখালীতে ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, যুবদল নেতা ফয়েজুল ইসলামসহ তিনজন।

সূত্রে জানা গেছে, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে বিএনপি। কর্মসূচিতে আসার পথে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

অপরাধ বিচিত্রা/১৭.০২.২০১৮