দুর্নীতি বাজদের আইনের উর্ধে রাখতে ৩২ ধারার কালো আইনের প্রবর্তন

0
756

দুর্নীতি পরায়ন দুর্নীতি বাজদের আইনের উর্ধে  রাখতে উদ্দেশ্য প্রনোদিত হয়ে  ৩২ ধারার কালো আইনের প্রবর্তন।

 

উদ্দেশ্য প্রনোদিত ডিজিটাল আইনের ৫৭ ধারা বাতিলের নামে জঘন্য মানসিকতায় কালো আইনে ৩২ ধারার প্রবর্তন
সচেতন নাগরিকের মতামত ডিজিটাল নামের ৫৭ ধারা বলবৎ থাকা কালে  ঘুষ, দুর্নীতি, খুন, হত্যা ,ঘুম, ক্যাডার লালন পালন, সাংবাদিক নির্যাতন নিপিড়নের প্রবনতা বেড়ে যায়, সারা দেশে ডিজিটাল ৫৭ ধারা বাতিলের দাবীতে গন-মানুষ ও সাংবাদিকের প্রতিবাদের মুখে সরকার বাতিল করার অজুহাতে জঘন্য মানসিকতায় কালো আইনের ৩২ ধারার প্রবর্তন করে। এতে ঘুষ দুনীতি অশান্তি বিশৃখলা হানাহানি খুন হত্যা হামলা মামলা বেড়ে যাবে, কালো আইনের ৩২ ধারার প্রতিবন্ধকতা অপরাধীরা বিচারের জাল থেকে বেড়িয়ে যাবে।

বিজ্ঞ সুধীজন বলেন, গন-মানুষের ম্যান্টেড নিয়ে একটি দল শাসক হিসাবে ক্ষমতায় এসে জন-সাধারনের অধিকার প্রতিষ্টা, কল্যান ও সাধারন মানুষের সার্বিক স্বার্থে আইন প্রবর্তন করতেই পারে, আর সেই আইন যদি জন-সাধারনের বিবেগের কন্ঠ রোধ করতে প্রবর্তিত হয় তা হবে একটি দেশ ও দেশের সকল জাতির জন্য কলংকের অধ্যায় মনে করে প্রগতিশীল চিন্তাবিদগন বলেন দেশের শান্তি শৃংখলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জরুরী বৃত্তিতে কালো আইনের  ৩২ ধারা বাতিলের প্রয়োজন তারই ধারা বাহিকতায় জন সাধারনের বিবেকের দায়িত্ব বোধে এবারও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নেতৃত্বে একযোগে সারাদেশ সহ টাখগাইল জেলা কমিটির আহবায়ক সৈয়দ জেহায়েদুল ইসলাম (কাদের) এর উদ্দোগে জেলা প্রশাসক এর কার্য্যলয়ের সন্মুখে গত ১৫–০২–২২০১৮ইং রোজ বৃহসসপ্রতিবার সকাল ১১ ঘটিকার সময়  এক সমাবেশ ও মানববন্ধনে আলোচনা করা হয়।

০১। সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রনয়ন করে আইডি নম্বর প্রদান করতে হবে।
০২। সরকার ও গনমাধ্যম কর্তৃক সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রনয়ন করতে হবে।
০৩। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ন করতে হবে।
০৪। ৬ষ্ট থেকে উচ্চতর ক্লাস সমূহে গনমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে।
০৫। সরকারী আধাসরকারী ওস্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠান সমূহের পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়োগ করতে হবে।
০৬।  পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গনমাধ্যমকে  করতে হবে।
০৭। তালিকা ভুক্ত সাংবাদিককে সরকার কর্তৃক মাসিক ভাতা প্রদান করতে হবে।
০৮। হরতাল ও অবরোধ চলাকালে সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী যানবাহন আওতামুক্ত রাখতে হবে।
০৯। প্রতিটি গনমাধ্যম সাংবাদিকদের অনুকুলে কল্যান ফান্ড গঠন করতে হবে।
১০। তদন্তে দোষী প্রমানিত হওয়ার আগে কোন সাংবাদিককে পুলিশ গ্রফতার করতে পারবে না।
১১। সাংবাদিকের বিরদ্ধে অভিযোগ থাকলে জাতীয় প্রেস কাউন্সিলে দায়ের করতে হবে।
১২।বিটিভি বাসস ও বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করতে হবে।
১৩। জাতীয় ও স্হানীয় পত্রিকাগুলো সরকার পুর্বের ন্যায় প্রয়োজনীয় কাগজ পত্র বরাদ্ধ দিতে হবে।
১৪। জেলা ও উপজেলায় প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতনভাতা প্রদান করতে হবে বলে সারা দেশের গন-মানুষ ও সাংবাদকদের জোর দাবী জানানো হয়। জেলা প্রশাসক উপস্হিত না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন সাহেবকে পুস্পস্তবক অর্পন শেষে স্বারকলিপি পেশ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 12 =