এডিবি’র ঋণ অনুমোদন ৩৬ কোটি ডলার রেলের উন্নয়নে

0
7676

রেলের উন্নয়নের ৩৬ কোটি ডলার (প্রায় ২ হাজার ৯৫২ কোটি টাকা) ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ।  বুধবার (২১ ফেব্রুয়ারি) এডিবির জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ সুনেয়ুকি সাকায়ি সাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,  ঋণের অর্থ আধুনিক কোচ, ওয়াগন ও লোকোমোটিভ কিনতে ব্যয় করবে বাংলাদেশ। সড়ক পথের বদলে রেলপথের ব্যবহার বাড়ানো উৎসাহিত করতে এ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে ৪০টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন), ১২৫টি লাগেজ ভ্যান এবং মালবাহী ট্রেনের জন্য এক হাজার ওয়াগন। এছাড়া এই ঋণে চালকদের জন্য বর্তমানে তথ্যপ্রযুক্তির জ্ঞান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মোট ৪৫ কোটি ৩৩ লাখ ডলার ব্যয়ের এই প্রকল্পের মধ্যে ৯ কোটি ৩৩ লাখ ডলারের যোগান দেবে বাংলাদেশ সরকার। বাকি ৩৮ কোটি ডলার ঋণ অনুদান দেবে এডিবি। জানা গেছে, প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২২ সালের জুনে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পণ্য ও যাত্রী পরিবহনে এক সময় একচেটিয়াভাবে রেলওয়ের প্রাধান্য থাকলেও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ না হওয়ায় এবং বহু পুরনো বাহনের কারণে বাংলাদেশে রেলের ব্যবসায় মন্দা দেখা দেয়। ২০০৬ সালে রেলওয়ে ইম্প্রুভমেন্ট প্রোজেক্ট চালু করার পর এডিবি এ পর্যন্ত চার দফায় ২৮১ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশকে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + eleven =