Site icon Aparadh Bichitra

জেনে নিন যেভাবে পেশির দুর্বলতা কমাবেন

পেশির দুর্বলতা খুব সাধারণ একটি সমস্যা। পেশি ব্যথা, শিরশির অনুভূতি ইত্যাদি পেশি দুর্বলতার লক্ষণ। কিছু বিষয় পেশির দুর্বলতা কমাতে কাজ করে। নিয়মিত তেলের ম্যাসাজ পেশির দুর্বলতা কমাতে কাজ করে; পেশি শক্তিশালী করে। সরিষার তেল এবং নারিকেল তেল গরম করে মিশ্রণ তৈরি করুন এবং আক্রান্ত স্থানে লাগান। ১৫ মিনিট ম্যাসাজ করুন। দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

 

ভিটামিন ডি হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে; পেশির দুর্বলতা কমায়। সকালের সূর্যের আলোয় ১৫ মিনিট থাকুন। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি খান। কলার মধ্যে রয়েছে পটাশিয়াম এবং অন্যান্য উপাদান। এগুলো পেশির দুর্বলতা নিরাময়ে কাজ করে। প্রতিদিন দুটো কলা খান। এ ছাড়া কলা সমৃদ্ধ মিল্কসেক খেতে পারেন। ডিম পেশির দুর্বলতার সঙ্গে লড়াই করতে কাজ করে। এর মধ্যে থাকা প্রোটিন পেশি পুনর্গঠন করে। সকালের নাশতায় প্রতিদিন দুটি ডিম রাখুন। পাশাপাশি দুই গ্লাস দুধ নিয়মিত পান করুন।