চোরের অপকর্ম, কবর থেকে লাশের কংকাল চুরি

0
843

রাজশাহীর বাঘায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০-০২-১৮) গভীর রাতে উপজেলার গড়গড়ি ইউনিয়নের মধ্য খায়েরহাট গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। এদিকে রাতে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানান,দুর্বৃত্তরা গভীর রাতে কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গ্রামের পাখী বেগম পরেরদিন বুধবার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর খোড়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীকে জানালে গ্রাামের লোকজন সেখানে গিয়ে কঙ্গাল চুরির বিষয়টি নিশ্চিত হন।
জানা গেছে, নাটোরের আত্রাই ধান কাটতে গিয়ে গত বছরের ১৩ মে বজ্রপাতে নিহত হয় ওই গ্রামের আফতাবের ছেলে মিলন। তার পিতা জানান, সেখান থেকে মিলনের মরাদেহ এনে পারিবারিক কবরস্থানে দাফন করে, লাশ চুরির ভয়ে চারিদিকে ইটের গাথুনি দিয়ে উপওে ঢালাই দিয়ে কবরটি বেঁেধ দেন। তবুও রেহাই পায়নি চোরের অপকর্মের হাত থেকে।

ইটের নীচ থেকে মাটি সরিয়ে লাশের কঙ্কালটি চুরি করে নেয় চোর।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়েছি। বিসয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − ten =